সব মন পায় সুখ প্রেমের খেলায়
কষ্ট শুধু আসে যেন আমার বেলায়।
নিরালায় একা বসে ভাবছি আঁধারে
নেমে গেছি একেবারে আকুল পাথারে।
প্রেম সুখ নিতে হবে ভুবন মাঝার
নাহি নিলে মিথ্যে হবে জীবন আবার।
মন প্রাণ সব খান চাইছে আদর
কার কাছে দিয়ে মন সাজাবো বাসর?


ব্যথা পেয়ে চুপিসারে নিরবে কাঁদছি
চোখে জল নিয়ে যেন শুধুই ভাবছি।
যারে দেই এই মন ব্যথায় ভরায়
তারপর পায়ে ঠেলে রাস্তায় গড়ায়।
মিথ্যে এই প্রাণ নিয়ে লুকাবো কোথায়
দিবানিশি কত করে হৃদয় পোড়ায়।


রচনা কাল : ০১/১১/২০১৮ ইং