ভালবেসে উপহার দিয়ে ছিল হাসি
মন প্রাণ কাঁদে আজ আঁখি জলে ভাসি।
হারাবার কথা বুঝি নাহি কভু ছিল
এই মন কষ্ট স্মৃতি বুক পেতে নিল।
আশা করে মন জুড়ে পাই শুধু জ্বালা
সেই ছিল একদিন এই গলে মালা।
আজ বুঝি পর বুকে আছে যেন মিশে
এই প্রাণ চারপাশে ভরে গেছে বিষে।


সয়ে যেতে এত ব্যথা নাহি আর পারি
চলে যাবো বহু দূরে সব কিছু ছাড়ি।
আঁধারের মাঝে শুধু স্বপ্ন আসে ভেসে
সেই স্বপ্নে আজো যেন বসে পাশে এসে।
দিবানিশি কত করে শুধু ভেবে যাই
খোলা চোখে ভুল করে দেখা নাহি পাই।


রচনা কাল : ০৯/১১/২০১৮ ইং