দেখা হয়ে ছিল সাথে, কথা হয়ে ছিল।
সেই ক্ষণ হাসি খুশি, যেন চলে গেল।
মৃদু হাওয়ায় যেন, দুলে ছিল মন।
ভরে ছিল যেন হায়, মোর দু'নয়ন।
পাখি যেন উড়ে এল, গান গেয়ে গেল।
সেই সাথে যেন হায়, মন ভরে গেল।
কথা ছলে স্বপ্ন এল, রাতের আকাশে।
দু'নয়নে বৃষ্টি এল, সাদা রঙ বেশে।


ছিল না কোন ভাবনা, নিয়ে এই ক্ষণ।
কেমন করে তোমায়, দেখা সেই ক্ষণ।
বুঝিনি এমন করে, দেখা হয়ে যাবে।
মেঠো পথে একা হায়, বসে তুমি রবে।
দেখে যেন বুক জুড়ে, সুখ এল ভরে।
মিষ্টি মধু সেই ক্ষণ, পরে গেল দূরে।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
১০ঃ২৪ এএম।