দেখতে এসেছি আজ প্রিয় এক মুখ
আশার প্রতীপ জ্বেলে পাই মনে সুখ।
কখন আসবে কাছে নিবে হাতে হাত
ভেবেছি শুধুই যেন কাল সারা রাত।
স্বপন দু'চোখ জুড়ে শুধু তারে নিয়ে
মায়াবী আঁখির লাগি প্রাণ যাবো দিয়ে।
বাসলে আমায় ভাল হবে বাঁধা ঘর
দিবস রজনী রব হব নাক পর।


অনেক সময় গেল দেখা নাহি হল
মনটা বলল তাই বাড়ি দিকে চল।
তৃষিত হৃদয় খানি পেলো নাহি পানি
আপন মানুষ দূরে রয় কেন জানি।
কালকে আসবো ফিরে ঠিক এই স্থানে
হয়তো দেখবো তারে হাসি ভরা প্রাণে।


রচনা কাল : ১৩/০৪/২০১৯ ইং