বৃষ্টি হয়ে আঁখি প্রাণে ঝরে দুঃখ বুঝি
দিবানিশি ব্যথা মনে কারে আমি খুঁজি।
লাগে না কিছুই ভাল কি যে মন চায়
চৈত্রমাসে খরতরে জল নাহি পায়।
এই বনে ফুল নাই আছে দূর বনে
সেই বন ছোট্ট কালে ছিল মোর সনে।
গানে গানে নৃত্য মাঝে কেটে গেছে ক্ষণ
আছে সাক্ষী ফুল পাখি সাক্ষী আছে তৃণ।


সাত জনমের বন্ধু হল যেন পর
মনে পড়ে বারে বার হারালাম ঘর।
আবার কখনো যদি ফিরে আসি ভবে
সেই বার সারাক্ষণ বন্ধু সাথে রবে।
এই বিরহের প্রাণ কাঁদে ঝারে ঝার
কবে আর হবে দেখা হয়ে যে আমার।


রচনা কাল : ১১/০৪/২০১৮ ইং