হাহাকারে গেছে ভরে এই মন প্রাণ
প্রেম গান গিয়ে এলো বিরহের গান।
কথা যদি নাহি হয় প্রাণে লাগে ভয়
ভুলে যদি যাও তবে প্রেম হবে ক্ষয়।
হারানোর কথা আজ কেন জাগে মনে
নিশিতে একেলা আছি কেউ নেই সনে।
বিরহের কোন গান শুয়ে শুয়ে গাই
তার মাঝে তোমাকেই কেন জানি পাই।


দু'দিন হয় নি কথা তাই কান্না পায়
রাতভর বোকা মন শুধু ভেবে যায়।
ঘুমহারা নিশি রাত তুমি নাই পাশে
ব্যথা গুলি কাছে এসে তাই বুঝি হাসে।
এতটুকু সুখ নাই সাড়া মন জুড়ে
বুঝলে না বলে বুক যায় যেন পুড়ে।


রচনা কাল : ১৯-২০/১০/২০১৮ ইং