ভালবেসে সবে মোরে কাছে পেতে খোঁজে
দুঃখ ভরা এ অন্তর কেউ নাহি বোঝে ।
এক সাথে চলাফেরা কত হাসা-হাসি
তবু তারা দেখে না তো অশ্রু জলে ভাসি।
নৌকা খানি বৈঠা ছাড়া তবু লোক চড়ে
হাসি আমি খলখলে বুক কেন পোড়ে।
হৃদয়ের ওই পাড়ে ভাঙা ঘর খানি
সেই ঘরে কষ্ট শুধু সুখ নাই জানি।


কত লোক এই পাড়ে ভুল ভেবে যায়
ওপাড়েতে সুখ আছে দুঃখ নাহি রয়।
হাসি দেখে খুশি জানে ভুবনে সবাই
আড়াল আঁধারে হাসি নাহি পায় ঠাই।
বুক চিঁড়ে যায় না রে দুঃখ কত খানি
সুখ আছে এই ভবে নাহি আমি মানি।


রচনা কাল : ১৯/০৩/২০১৮ ইং