দুঃখ আজি সঙ্গী হল চিরকাল ধরে
স্বপ্ন যত ছিল প্রাণে সবি গেল মরে।
যারে ভালবেসে মন পেয়ে ছিল সুখ
সেই আজ জ্বালা দিয়ে পুড়ে দিল মুখ।
পেয়ে গেছে মহাসুখ তাই গেছে ভুলে
ব্যথা নাহি যায় বলা কারো সাথে খুলে।
একা একা দুঃখ নদী মিছে সেচে যাই
কত দিন গেলে আর তার তল পাই।


জানি মোর এই ব্যথা কেউ নাহি বোঝে
কত আশা করে মন আজো সুখ খোঁজে।
তারে ছাড়া প্রাণে সুখ কভু নাহি পাবো
জানা নাহি ছিল মোর দূরে চলে যাবো।
তারে সুখী করে যেতে স্বপ্ন হল বন্ধ
বুক হতে আসে কেন এত পোড়া গন্ধ?


রচনা কাল : ১১/০৩/২০১৯ ইং