মনের জমানো ব্যথা মন শুধু পায়
তা যে হৃদয়ে বসেই হৃদয় পোড়ায়।
কলিজার সব খান করে দেয় ছাই
নিভানোর মত কিছু ভবে বুঝি নাই।
যেখানে যাই না কেন পোড়া সেই গন্ধ
খোলা দরজা জানালা সব হয় বন্ধ।
এতই অভাগা আমি এই পৃথিবীতে
একা গান গেয়ে যাই গভীর নিশিতে।


কেউ দেখে না আমার দু'চোখের জল
হাসি খুশি দেখে সবে করে নানা ছল।
হৃদয়ের ভাষা কেউ ভাবে না নীরবে
দুঃখ পেয়ে বলি যদি বোঝে উল্টো সবে।
কেমনে হৃদয় করে সুখের সন্ধান
যদি থাকে ব্যথা দিয়ে ভরে সব খান।


রচনা কাল : ০৭/০৭/২০১৮ ইং