একদিন এই প্রাণ বড় সুখী হবে
পাশাপাশি সুখ পাখি সারাক্ষণ রবে।
এই পোড়া মুখ যদি হাসি ফিরে পায়
ঘুম হবে ব্যথা ভুলে যেন নিরালায়।
কত আশা এই মনে কত রঙে ঘুরে
ছুঁই ছুঁই তবু যেন থাকে বহু দূরে।
আহা কত নিশি গেল কত স্বপ্ন এলো
কত কিছু ভুল করে বুকে ঠাই পেলো।


একা একা যাই ভেবে যেথা সুখ পাবো
সেথা গিয়ে চিরকাল ঘোরাঘুরি খাবো।
জানি কত কিছু ভবে অপূর্ণতা রয়
তবু সব স্বপ্ন গুলো মন জুড়ে বয়।
বুকে ওঠে হাহাকার নিমেষেই থামে
পূর্ণ হয় মহাস্বপ্ন যেন স্বল্প দামে।


রচনা কাল : ১০/০২/২০১৯ ইং