ফোন দেয়া দেরি হলে করি অভিমান
কষ্টে বুক যায় ফেটে মরে যায় প্রাণ।
একদিন ঠিকমত কথা নাহি হলে
মাথা ঘুরে ভনভন বুক শুধু জ্বলে।
দিবানিশি সারাক্ষণ থাকি অপেক্ষায়
কথা হলে মহাসুখে মন ভরে যায়।
ফোন দিলে বার বার মজে প্রেম খেলা
এতটুকু সুযোগের করো নাহি হেলা।


দূর হতে ভালবাসা বড় মধুময়
পবিত্রতা আছে বলে প্রেম হবে জয়।
যত বাঁধা যত জ্বালা যত যাই আসে
তুমি আমি ভালবেসে রয়ে যাবো পাশে।
এই ঘরে আসো যদি বড় সুখ পাবে
কথা দাও এক বার ছেড়ে নাহি যাবে।


রচনা কাল : ০৫/০১/২০১৯ ইং