স্বদেশ মোর জেগেছে, ভুবন ভেদিয়া।
পরনে চির সবুজ, বুকে তার মায়া।
গ্রীষ্মের দুপুরে যেন, দক্ষিণা বাতাসে;
ধানের সৌরভ গন্ধ, যেন আসে ভেসে।
কৃষি ভাই মন দিয়ে,  কাজ করে যায়।
নিজের মাথার ঘাম, যেন ফেলে পায়।
স্বপ্ন দেখে ধরে গান, যেন থাকে মান।
শূন্য গোলায় ভরবে, শুধু ধানে ধান।
আম জাম লিচু কলা, গাছে গাছে ধরে।
দিয়াছে স্বদেশ যেন, দুই হাত ভরে।


আল পথে কৃষি ভাই, ধান নিয়ে যায়।
মুখ যেন ঘামে ভরা, তবু না জিরায়।
তাদের শক্তির পরে, যেন দেশ চলে।
ধান পেলে খুশি তারা, হেসে কথা বলে।
রৌদ্রতাপে জ্বলে পুড়ে, কাজ করে বেশ।
এই মোর গ্রীষ্মকালে, খাটি বাংলাদেশ।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৮ঃ২৯ এএম।