যার লাগি মন কাঁদে সেতো নাহি জানে
বিরহের সুর বুকে দুঃখ শুধু আনে।
কত কথা আছে প্রাণে বলা নাহি হয়
চিরকাল ভালবেসে হল নাহি জয়।
সত্য প্রেম রয় বেঁচে বিচ্ছেদের মাঝে
হারানোর ব্যথা গুলো নানা রঙে সাজে।
এতটুকু আশা যেন অশ্রু হয়ে ঝরে
স্বপ্ন গুলো অন্ধকারে কেন্দে যেন মরে।


হাহাকার বুক জুড়ে মিটে কার জলে
মধুমাখা হাসি আজ ফাঁসি হল গলে।
মিষ্টি সেই কত কথা শুনি নিশিরাতে
বুক ভাসে অশ্রু দিয়ে ধরে স্বপ্ন হাতে।
ভুলে গেল মিথ্যে বলে বলি কার কাছে
সেই আজ পর ঘরে মোর নাহি আছে।


রচনা কাল : ২২/০৪/২০১৯ ইং