হারিয়ে ফেলেছি তারে দুঃখ তাই প্রাণে
নীরবে সইছি জ্বালা গুনগুন গানে।
অন্যের হয়েছে বলে কথা নাহি কয়
বুঝাবো কেমন করে বুক হয় ক্ষয়।
বেঁধেছে সুখের ঘর হয়ে গেছি পর
আঁধারে চোখের অশ্রু ঝরে ঝর ঝর।
সমস্যা বাঁধবে বলে ফোন দিলে তারে
বেদনা যতই হোক যাবো নাহি ধারে।


সারাটি জীবন রবে দূর বহু দূরে
ভাবতে অবাক লাগে প্রাণ যায় পুড়ে।
আসবে স্বপন মাঝে দিবে কিছু সুখ
হয়তো বাঁচতে হবে হাসি রেখে মুখ।
চৈত্রের ধূলির সাথে মিশে হব খরা
জানিনে কিসের আশে রবো জিন্দা মরা।


রচনা কাল : ০১/০১/২০১৯ ইং