ভাবনাতে যদিও সে আসে বার বার
আসলে সে বহু দূরে আছে পর ধার।
প্রতিক্ষণে স্বপ্নে দেখি মন শুধু কাড়ে
আমি তারে দাম দেই সে তো শুধু ঝাড়ে।
জানি আমি কোনদিন হবে না আমার
ব্যথা শুধু পাবে মন যেন বার বার।
বিধাতা আমায় নিয়ে করে শুধু খেলা
ছোট থেকে দুঃখ দিয়ে ডুবে দিছে বেলা।


সুখের বাসর বুঝি হবে না আমার
দুঃখের সাগরে শুধু ডুবি বার বার।
ভেবে ছিলাম আঁধারে তারে পাবো আমি
ভালবেসে করবে সে আদরের স্বামী।
এমন আশায় মন পুড়ে হল ছাই
বুঝে গেছি তার মনে এই মন নাই।


রচনা কাল : ১৪/০৭/২০১৮ ইং