ঝড় আসে দ্রুত বেগে, পিছে ফেলে বন।
গাছের শাখায় লেগে, করে শন শন।
টিপটিপ বৃষ্টি ঝরে, যেন সেই সাথে।
কত গাছ ভেঙে চুরে, পড়ে রয় পথে।
আকাশের চারদিকে, বিদ্যুৎ চমকায়।
মেঘ যেন শব্দ করে, নিচে নামে হায়।
ঝড় মুখে ঘর-বাড়ি, পড়ে রয় মাটি।
লোকজন নানা দিকে, করে ছোটাছুটি।


ঝড় থেমে গেলে তবু , রুপ রয়ে যায়।
কান্না যেন বুকে বসে, গলা চেপে রয়।
কেউ হয় ঘর হারা, কেউ বা আহত।
কারো বুকে বাঁধে যেন, বড় শত ক্ষত।
ঝড়ের কবলে পড়ে, কাঁদে কত প্রাণ।
তাই মন করে যায়, তাদের স্মরণ।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৯ঃ০০ পিএম।