জীবন বিষাদে ভরা  শুধু হাহাকার
গ্রীষ্মের গরমে সব পুড়ে ছাড়খার।
হৃদয় গহীন বনে নেই কোন ফুল
করেছে বসত ভিটা ভুল আর ভুল।
যেখানে প্রেমের ছোঁয়া লেগে ছিল হায়
সেখানে বিরহ সুর বাজে নিরালায়।
গোধূলি বেলায় আজ নেই কোন সুখ
জীবন নদীতে ভাসে কালো এই  মুখ।


আঁধার শুধুই খেলা করে চারদিকে
নয়ন জলের ধারা বয় ফিকে ফিকে।
জানিল পথের তৃণ জানে নাহি সেই
হারালে কেমন ব্যথা বুক মাঝে নিই।
করেছি অনেক ভুল ক্ষমা তার নাই
জ্বলিবে অন্তর খানি হবে পুড়ে ছাই।


রচনা কাল : ০৮/০৫/২০১৯ ইং