কেমনে বাঁচবো বলো ভুলে যদি যাও
ঘুমিয়ে পরের বুকে সুখ বুঝি পাও।
জ্বলছে অনল শুধু এই কলিজায়
তৃষিত হৃদয় খানি জল নাহি পায়।
সুখের আশায় মন দিয়ে ছিল প্রাণ
বেদনা ঘনিয়ে এলে কষ্ট হল গান।
একেলা খেলছি আজ বিরহের খেলা
তোমার সুখেই কেটে গেল সারা বেলা।


মনের জমানো কথা মনে রয়ে গেল
স্মৃতির দুয়ারে শুধু ব্যথা স্থান পেল।
আসলে কখনো কাছে দেখে নিও জল
নীরবে কান্নার কথা পড়ে আছে তল।
বুঝবে সেদিন তুমি কত ব্যথা দিছো
ভাববে নিথর হয়ে কত প্রেম নিছো।


রচনা কাল : ৩১/১২/২০১৮ ইং