ছুটছি কাজের আশে দিবানিশি ভরে
ঘুরছি শহর জুড়ে পাকা পথ ধরে।
অফিসে অফিসে দেখি লোকে ভরপুর
ঘুষের মাধ্যমে সবে তোলে যেন সুর।
পথের দু'ধারে লোক আর গাড়ি ভরা
শহর ভরছে লোকে তাই এত খরা।
সবাই খুঁজছে কাজ ফাঁকা পেলে রাজ
মালিক হাসছে আর দিচ্ছে যেন ঝাঁঝ।


কিছুই করার নেই পরিশ্রম ছাড়া
দরিদ্র করছে গ্রাস তাই সব হারা।
মনের বেদনা গুলো থাক চুপচাপ
বললে পড়বে গায়ে হায়েনার বাপ।
যেমন তেমন কাজ তাতে মেলে যত
সামান্য বাঁচতে পারি মন হয় ক্ষত।


রচনা কাল : ৩০/১১/২০১৮ ইং