কালো মনে প্রেম নাই আছে শুধু তৃষা
প্রেম ছলে নেয় মন পায় নাক দিশা।
হারানোর ব্যথা তারা কভু নাহি জানে
সুখ নিয়ে প্রাণ সুখ ভরে গানে গানে।
ফুল দেখে কাছে আসে বেলা শেষে দূরে
তাই প্রাণ গায় গান বিরহের সুরে।
বেশি ভালবেসে আজ কাঁদে দু'নয়ন
সুখ নাই বুক জুড়ে দিয়ে যেন মন।


পথেঘাটে কত কষ্ট ঘুরে ফিরে আসে
বুঝে গেছি মনটারে দুঃখ ভালবাসে।
সুখ পেতে কোন মন পাই নাহি ভবে
ভাল ভেবে কাছে গেলে কালো দেখি সবে।
মন মত মন হায় কবে মিলে যাবে
সেই দিন প্রাণ বুঝি মহাসুখ পাবে।


রচনা কাল : ১৮/০৩/২০১৯ ইং