পৃথিবীতে বাঁচা দায় হয়েছে পীড়ন
আর নাহি ফিরে পাবো মানব জীবন।
কত কথা ভাসে মনে কতই ঘটনা
জীবনের পথে ঘাটে রটেছে রটনা।
শৈশবের খেলা আর যৌবন বেলায়
কেটে গেছে সারাক্ষণ শুধুই হেলায়।
আজ মন সব কিছু ভাবছে আঁধারে
কূল নাহি পায় খুঁজে বেচারা আহারে।


সেই দিন ফিরে যদি আসতো আবার
শুরু থেকে রাঙাতাম জীবন মাঝার।
বার বার প্রাণ দিবে যেমন তেমন
বিধাতার ডাইরিতে নেইতো এমন।
একবার ভুবনেতে সুযোগ মিলবে
তার মাঝে যত সাধ হৃদয়ে গিলবে।


রচনা কাল : ০৪/১২/২০১৮ ইং