জীবনের এই পথে বেদনার ঘাটে
খেয়াতরী নাই বলে বুক যেন ফাটে।
শুকতারা পৃথিবীকে সুখ দিতে চায়
মেঘে ঢাকা সেই তারা বোঝা বড় দায়।
জোনাকিরা সেই ভাল কাছাকাছি রয়
নিশিরাতে ভালবেসে কত কথা কয়।
গান গেয়ে তরী ভেসে দূর বনে যাই
আশা করি সেথা যেন মহাসুখ পাই।


আলোকিত ভোর পেতে সারা নিশি ভাবি
মন তুই কোথা নাহি সুখ খুঁজে পাবি।
বেদনার নীল রঙে রাঙা এই ঘর
তাই সবে চিরতরে হয়ে গেছে পর।
একা একা রাত দিন সয়ে যাই জ্বালা
পেতে চাই এই গলে প্রেমসুখ মালা।


রচনা কাল : ১৫/০৫/২০১৯ ইং