রক্ত দিয়ে রাঙা পথে আসে বাংলাদেশ
অশ্রু দিয়ে গাঁথা আছে সেই কথা বেশ।
ভুলা নাহি যাবে কভু বেদনার দিন
লাখো শহীদের কাছে হয়ে আছি ঋণ।
প্রাণ দিয়ে ধরে থাকি এই সোনা মাটি
ভাবি মনে সারাক্ষণ বাংলা হবে খাঁটি।
রক্ত ঝরা দেহ নিয়ে হাসি দিছে যারা
সেই সব প্রাণ খুঁজি আছে কোথা তারা?


এই দেশে জন্মে ছিল লাখো শ্রেষ্ঠ বীর
শত্রু মুক্ত করে তারা ফিরে গেছে নীড়।
আজো আছে কিছু বীর বাঙালির ঘরে
অন্যায়ের কাছে তারা মাথা নত করে।
জাগো সবে অস্ত্র ধরো করো প্রতিবাদ
নাহি যদি ধরো দেশ পড়ে যাবে খাদ।


রচনা কাল : ০৫/১২/২০১৮ ইং