কষ্ট দিলি নানা ছলে হাসি খুশি মনে
বুঝলি না কত ব্যথা দিলি দু'নয়নে।
স্বপ্ন গুলো বোকা হল নেই দাম তার
মূল্যবান ক্ষণ গেলো এসে তোর ধার।
তোর লাগি গলা জলে নামি অন্ধকারে
কষ্টে থেকে সুখী বলি যেন বারে বারে।
এ হৃদয়ে কিছু সুখ দিয়েছিলি তুই
সেই সুখ মাঝে মাঝে খুব করে ছুঁই।


ভাবনাতে সুখ নাই দুঃখ শুধু ভরা
এমন ছিল না মনে চৈত্র খরতরা।
কষ্ট ছিল অল্প খানি ভাবতাম কত
সেই দিন আজ মনে উঁকি মারে শত।
তুই ছাড়া এই মুখ হয়েছে কেমন
প্রাণহীন বেঁচে আছি দেখাচ্ছে তেমন।


রচনা কাল : ১২/০৯/২০১৮ ইং