কত দুঃখ দিলি তুই দিলি নাহি সুখ
পুড়ে দিলি ছলনায় এই ফর্সা মুখ।
কত লাভ হল তোর কত শান্তি পেলি
স্মৃতি নিয়ে আজ একা সারাক্ষণ খেলি।
মনে পড়ে তোর কথা আর মিষ্টি হাসি
ভুল করে বলে ছিলি শুধু ভালবাসি।
বলে ছিলি একদিন আমি ভুলে যাবো
তুই আজ ভুলে গেলি কোথা তোরে পাবো?


যত প্রশ্ন জাগে মনে প্রশ্ন রয়ে যায়
উত্তরের আশা করে মন কষ্ট পায়।
তোর কাছে কিছু আর বলা নাহি হয়
দূরে থেকে একা প্রাণ দুঃখ শুধু সয়।
তুই সুখী ঘর বেঁধে আমি ঘর হারা
তোর সাথে ছলা করে নাহি হল পারা।


রচনা কাল : ০৭/০২/২০১৯ ইং