জীবনের এই পথে চেয়েছি তোমায়
ব্যথা পাই মন প্রাণে স্বপনে ছোঁয়ায়।
দূর হতে বহু দূরে আছোতো  লুকিয়ে
খুঁজে খুঁজে এই বুক গিয়েছে শুকিয়ে।
কত দিন গেলে আর কাছেতে আসবে
স্মৃতি ভরা ডায়েরিতে দু'চোখ ভাসবে।
জানা নাই কোন কিছু চেয়েছি আদর
হল নাহি বাঁধা আর স্বপ্নের বাসর।


দিবানিশি পোড়ে মন পরাণে সয়না
স্বপ্ন এসে পাশে বসে কিছুই কয়না।
বেঁচে থাকা বড় জ্বালা একেলা আঁধার
সাধ ছিল কিছু সুখ ভুবনে পাবার।
কত নিশি দুঃখ নিয়ে অন্তর কাটবে
একদিন কষ্ট থলি গোপনে ফাটবে।


রচনা কাল : ০১/০৩/২০১৯ ইং