বাঁশি বাজে মিষ্টি সুরে কৃষকের ঠোটে
কাজ করে মন দিয়ে মুখে হাসি ফোটে।
রোদ বৃষ্টি গায়ে নিয়ে করে চলাফেরা
আলসেমি করে নাক কাজে থাকে ঘেরা।
ভাল মত শস্য হলে প্রাণ খুলে হাসে
মন্দ হলে ধৈর্য ধরে স্বপ্ন মাঝে ভাসে।
দেশ বাঁচে প্রাণ বাঁচে কৃষিকাজ পরে
ঠিকঠাক খেতে পেলে শান্তি ফেরে ঘরে।


মাঠে মাঠে কত কথা কত স্মৃতি থাকে
কাজ মাঝে কিছু কথা জাগে ফাঁকে ফাঁকে।
পুরাতন ক্ষেত দেখে চোখে ঝরে জল
ছোটবেলা এই ক্ষেতে দিছে কত বল।
অর্থ লাগি বিক্রি করে সেই সোনা ধন
চুপিসারে কাজ ফেলে ভাবে কিছুক্ষণ।


রচনা কাল : ১৫/১২/২০১৮ ইং