কৃষ্ণচূড়া ডালে ডালে ভরে গেছে ফুলে
দু'টি গাছ আছে খাড়া ওই নদী কূলে।
কত ফুল আছে পড়ে সেই গাছ তলে
ছেলে-মেয়ে আসে যেন সেথা দলে দলে।
গাছ তলে বসে তারা হাসি খুশি মনে
কোন খুকি ফুল চুলে বেঁধে সাজে কনে।
সবে যেন ফুল গুলো নখে দেয় ঠেসে
রাক্ষসের মত হাত নামে তোলে হেসে।


মেঘ ধরে নিলাকাশে ঝড় বুঝি হবে
তবু ছেলে-মেয়ে সেথা খেলা মাঝে রবে।
বৃষ্টি ঝরে ঝর ঝর সব ভিজে যায়
ফুল গুলো কাঁদা জলে প্রাণ যে হারায়।
আফসোস শুধু করে সেই গাছ ঘিরে
মৃত ফুল নিয়ে পরে বাড়ি যায় ফিরে।


রচনা কাল : ০৫/০৫/২০১৮ ইং