কুয়াশায় ঢেকে আছে, ছোট গ্রাম গুলি।
তার তলে কুঁড়ে ঘর, সেই কথা বলি।
গরম কাপড় নেই, মুখে নেই খাদ্য।
কি করে ফুটবে মুখে, হাসি ভরা পদ্য।
একটি ছেঁড়া কাঁথায়, সারা রাত পার।
ঘুম নেই দু'টি চোখে, কাঁপে থর থর।
ভোর বেলা শীত পড়ে, মাড়ি যেন কাঁপে।
শরীরের লোম গুলি, ওঠে ফুলে ফেঁপে।


শহরের কোটিপতি, কোট তারা পড়ে।
শীত যেন ভয় পেয়ে, দূরে যায় ছেড়ে।
শীতের কষ্টের রুপ, তারা নাহি দেখে।
পৌষ আর মাঘ মাসে, রয় বেশি সুখে।
একই ধরনী পরে, এত ভেদাভেদ।
কেউ কাঁদে কেউ হাসে, বহে পরিচ্ছেদ।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৯ঃ১৫ এএম।