জীবনের মানে খুঁজে হই অপরাধী
এতটুকু সুখ লাগি দিবানিশি কাঁদি।
যারে নিয়ে সারাক্ষণ গেছি স্বপ্ন এঁকে
সেই যেন দুঃখ দিয়ে গেল একেঁবেকে।
আজো খুঁজি তারে আমি কোথা নাহি পাই
লুকিয়েছে পর ঘরে প্রাণ পুড়ে ছাই।
কোন দিন জানি আর দিবে নাহি ধরা
হবে নাক তার সাথে সত্য ঘর গড়া।


ভাবনাতে তারে নিয়ে সুখে বাঁধি ঘর
বাস্তবেতে বহু দূরে হয়ে আছে পর।
সত্য প্রেম হল মিছে তার ছলনায়
সুখ চেয়ে এই বুক কষ্টে ভরে যায়।
তারে নিয়ে যত খেলা হয়ে গেল বন্ধ
সব খানে পাই তাই বিরহের গন্ধ।


রচনা কাল : ২৮/০২/২০১৯ ইং