মায়া ভরা দু'টি আঁখি সাজে অশ্রু দিয়ে
দুঃখ দেয় সুখ পাখি অন্য ডালে গিয়ে।
কাল সারা রাত ছিল স্মৃতি দিয়ে ঘেরা
দুঃখ নিয়ে ওই পাড়ে হয় যেন ফেরা।।


ভুল করে ভালবেসে সয়ে যাই জ্বালা
কিছু স্মৃতি মাঝে মাঝে হয় ফুল মালা।
তবু যেন কান্না তরী ঘাটে দেখি ভেরা।।


আশা করে প্রেম দিয়ে শূন্য হল মন
সব ফুল মরিচিকা ছলে ফোটে বন।
হাহাকার ঘুরে ফেরে স্বপ্ন গুলো ছেঁড়া।।


রচনা কাল ঃ ০১/০৭/২০১৯ ইং