অতি ভক্তি করে মন মরে যেতে চায়
দেখা যদি নাহি দাও তবু সুখ পায়।
কত দূরে কোথা আছো নাই ঠিক তার
কল্পনাতে তাই দেখা দাও বার বার।
চোখ বুঝে দেখি যত মানি তার বেশি
অন্ধ হয়ে পথ চলি হয়ে ভিনদেশি।
কারো সাথে মন কথা নাহি বলা হয়
তোতা পাখি শেখা বুলি সারাদিন কয়।


মিথ্যা কথা পৃথিবীকে করে আছে গ্রাস
সত্য জেনে সব লোকে নাহি করে পাস।
দেখাদেখি করে লিখে ভরে ফেলে খাতা
মিথ্যা হয়ে যায় তবে জীবনের পাতা।
যার খাতা দেখে সবে মিথ্যা সব কিছু
অন্ধ সবে সত্য ভেবে চলে তার পিছু।


রচনা কাল : ০৮/১১/২০১৮ ইং