মন চেয়েছিল তারে সুখের আশায়
পায় নি ক তাই বুক অশ্রুতে ভাসায়।
হৃদয়ের কষ্ট গুলো থাকলো হৃদয়ে
বের করতে চেয়েছি পারি নি ক ভয়ে।
ধীরে ধীরে আরো বুকে কষ্ট গেছে জমে
তার নাম বাজে তবু প্রতি দমে দমে।
বন্ধু হয়েছে আমার আপন তো নয়
এতটুকু আঘাতেই হবে পরাজয়।


বন্ধু ছিল অনেকেই সেই ছোট বেলা
চলতো তাদের সাথে কত শত খেলা।
সবাই আমায় ভুলে গেছে বহু দূরে
কেউ রাখেনি স্মরণে এই হৃদপুরে।
তাই বন্ধু চাই না ক যারা দূরে যায়
বধূ করে চেয়ে তারে কান্না কেন পায়?


রচনা কাল : ৩১/০৮/২০১৮ ইং