মনের মানুষ তুমি, বলি বার বার।
আছো বুকে সারাক্ষণ, করবো না পর।
আমার সাধনা তুমি, তুমি ভালবাসা।
তুমি এলে বুক নদী, সুখ রয় ভাসা।
তুমি পাশে এলে যেন, পাতা নড়ে গাছে।
তোমার হাসিতে যেন, ফুল ফোটে পিছে।
হৃদয়ে হৃদয় বেঁধে, রবো চিরকাল।
পাশাপাশি এক গাছে, ধরে এক ডাল।


মরে যাবো তুমি যদি, কভু হও পর।
শান্তি যাবে বহু দূরে, ছেড়ে মোর ঘর।
তুমি যদি দূরে যাও, নিভে যাবে বাতি।
অন্ধকারে ডেকে রবে, ঘর সারা রাতি।
তাই বলি বার বার, এসো মোর ঘরে।
সুখ বুকে বেঁধে থাক, চিরকাল ভরে।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
১০ঃ৪৫ এএম।