টাকা নেই কাছে বলে মনে নেই প্রাণ
একা পথে গেয়ে যাই তবু কত গান।
মান আছে নাম আছে নাই কোন দাম
মাঠে মাঠে বারো মাস করে যাই কাম।
মুখে মুখে সব লোকে বলে মোরা খাঁটি
দাঁত দিয়ে ধরে থাকি সারাবেলা মাটি।
সোনা দেশে সোনা ফলে বলে ভিন্ন দেশে
এই দেহ মাটি হয় সারাদিন শেষে।


কত জনে খোঁজ নিয়ে করে হেলাফেলা
যত দেয় স্বপ্ন চোখে তত দেয় ঠেলা।
আশা বাঁধি ভাঙে বুক নাই বুঝি সুখ
কপালের ফেরে বুঝি কালো থাকে মুখ।
দিন যায় মাস যায় ঠিকঠাক মত
বড় মুখে বড় কথা বলে যাক যত।


রচনা কাল : ১৩/১১/২০১৮ ইং