মুক্ত করে দিছি বলে ফিরে নাহি এলো
পর সাথে দূর দেশে চিরতরে গেল।
অশ্রু ঝরে দু'নয়নে তারে নাহি পাবো
যত্ন করে তারে কত ভালবেসে যাবো।
মিথ্যে যেন সব কিছু মিথ্যে স্বপ্ন বাঁধা
একা একা নিরিবিলি বসে শুধু কাঁদা।
কারো চোখে পড়ে নাক জল ভরা আঁখি
দুঃখ আসে যত দুঃখ বুক মাঝে রাখি।


কোন দিন বোঝে নিক কত দিল জ্বালা
হাসি মুখে গলে দিল বিষ মেখে মালা।
অন্য বুকে সুখ পেলে থাক চিরদিন
সব আশা এই প্রাণে থাক হয়ে ঋণ।
যুগে যুগে তার কথা রবে মন জুড়ে
মাঝে মাঝে মন প্রাণ যাবে যেন পুড়ে।


রচনা কাল : ০৫/০৩/২০১৯ ইং