এত ডাকি নাই সাড়া দেখি না কোথাও
দূরে থেকে কেন তুমি এ মন পোড়াও।
সৃষ্টি করছো পৃথিবী চন্দ্র সূর্য তারা
মানুষের লাগি সব করেছো কি খাড়া?
পশু পাখি ফুল ফলে সাজালে এ ধরা
বৃষ্টি দাও দিছো বলে চৈত্র মাসে খরা।
পেট দিছো তাই বুঝি খাদ্য দিছো ছিটে
স্বপ্ন দিছো তাই বলে পড়ে আছি ভিটে।


মাথা দিলে বুদ্ধি দিলে, দিলে সব কিছু
তবুও শাহিন চলে অন্ধ কারো পিছু।
যে যা বলে অন্ধভাবে করি যে বিশ্বাস
পর নাক দিয়ে যেন ফেলছি নিশ্বাস।
নানা ধর্মে নানা নামে করছো বিরাজ
যদি বলি লোকে বলে খেয়েছো পিয়াজ।


রচনা কাল : ০৫/১০/২০১৮ ইং