আকাশেতে লক্ষ তারা মিটিমিটি জ্বলে
সেই সাথে প্রাণ শুধু তোর কথা বলে।
নিশিরাতে ঘুম ঘরে থাকে নাহি মন
চাঁদ দেখে ভাবি মনে যেন খাঁটি ধন।
মেঘ যদি যায় উড়ে ওই নীলাকাশে
বলি তারে তোর কথা আসে যেন পাশে।
অপেক্ষাতে থাকি বসে একা চুপিসারে
যদি আসো ভালবেসে নিয়ে যাবো পাড়ে।


জনমের তরে বুকে দিব তোরে ঠাই
প্রেম দিবো তত প্রেম যত তোর চাই।
নিশ্বাসের মাঝে তুই বিশ্বাসের মাঝে
ছোঁয়া পেলে এই মন নানা রঙে সাজে।
কথা শুনে বুক মাঝে উঠে সুখে ঝড়
মনে হয় তুই ছাড়া বাকি সব পর।


রচনা কাল : ১৮/১১/২০১৮ ইং