অসহায় মূর্খ আর অভাগিনী বোন
নিয়মের বেড়াজালে বন্ধী সারাক্ষণ ।
সমাজের শিরোমণি মানে না নিয়ম
জন সাধারণে ছাড়ে বিষে ভরা দম।
হাহাকারে পুড়ে যায় কত শত প্রাণ
মরে গিয়ে রেখে যায় যেন স্বচ্ছ মান।
তাদের মানের দাম কেবা দিবে কবে
অবহেলার গহিনে পড়ে থাকে ভবে।


জীবনের নানা পথে চতুরেরা সেরা
সুদ ঘুষ নারী স্বাদে নাই কোন বেড়া।
নিয়ম রক্ষার্থে থাকে ভন্ড প্রতারক
সবাই বুঝেছে আজ তারা অনর্থক।
সমাজের চোখে তাই সমাজের মাথা-
কেঁদে যায় দিবানিশি মুড়ি দিয়ে কাঁথা।


রচনা কালঃ ২২/০১/২০২১