কি করে আমার মন হবে বড় সুখী
হারিয়ে গেছে আমার মন মত সখী।
হারাল সুখের লাগি বন ধার ধরে
ফুল ছিল সেই পথে শত গাছ ভরে।
মহাখুশি হয়ে তাই গিয়েছে সে ছুটে
আজো বুঝতে পারেনি স্মৃতি আছে ঘাটে।
বুঝবে সে একদিন জানি আমি জানি
সেদিন তরী তাহার ভাসবে না পানি।


হারানো সুখের লাগি কাঁদি দিবানিশি
এই বুকে কষ্ট গুলো বাজায় যে বাঁশি।
পুড়ে পুড়ে হল শেষ হৃদয় আঙিনা
কষ্টের দহন আর সইতে পারিনা।
কেমনে অন্যের ঘর সাজায় অন্তরে
ও অন্তর ভেঙে যাবে পাথরের ভারে।


রচনা কাল : ০২/০৪/২০১৮ ইং