বাবা, চাচা দাদা গেছে ভাই গেল পরে
একলা কেমন করে রই বদ্ধ ঘরে?
স্বাধীন করবো দেশ মরলে মরবো
শক্ত হাতে লাঠি নিয়ে ঝাঁপটে ধরবো।
ভাইয়ের হাতে মায়ে দিল বড় দাও
আমারে বলল কেন খোকা ঘরে যাও?
আমি ছোট তবু যাবো হামাগুড়ি দিয়ে
মায়ের আড়ালে যাবো যুদ্ধে কি বা নিয়ে।


মুক্তিযুদ্ধ ডায়রিতে নেই কোন নাম
না দিল আমায় কোন এই দেশ দাম।
যা দিয়েছে যা খেয়েছি সেই শক্তি বলে
শত্রু সেনা পারবে না, ভয়ে যাবে চলে।
মরিচা ধরা লাঠিতে যুদ্ধে চলে যাই
হে আল্লাহ ভাগ্যে যেন স্বাধীনতা পাই।


রচনা কাল : ১৫/১০/২০১৮ ইং