দু'দিনের এ ভুবনে না হলে আমার
পরপারে হবে তুমি ছেড়ো না আবার।
সে জনমে কোন বাঁধা আসবে না ধারে
কথা দাও ভালবেসে রবে পরবারে।
সব ভালবাসা বুকে থাকবে যতনে
আর কেউ পাবে না ক সহস্র ছলনে।
কোন ছলে তাড়াতাড়ি মরতে যে চাই
সেথা গিয়ে অপেক্ষায় রবো বলে যাই।


কিসের আশায় আর যাবো ভবে খেটে
পর বুকে ঠাই নিলে বুক যাবে ফেটে।
এত জ্বালা পারবে না সয়ে যেতে মন
অশ্রু জলে ভেসে যাবে এই দু'নয়ন।
তাই তোমার আগেই চাইছি মরণ
এত টুকু অশ্রু ফেলে করিও স্মরণ।


রচনা কাল : ১৯/০৯/২০১৮ ইং