ভোর বেলা পাখি ডাকে সুমধুর সুরে
কুয়াশার মাঝে দেখি সূর্য বহু দূরে।
মেঠো পথে ঘাস পরে সূর্য আলো পরে
শিশিরের ছোঁয়া পেয়ে চিকচিক করে।
মৃদু মৃদু বায়ু মাঝে নেমে আসে শীত
বুক মাঝে ক্ষণে ক্ষণে বাজে তাই গীত।
প্রাণে বেঁধে দেশটারে যত্ন করে রাখি
প্রকৃতির রঙ দেখে ভরে যায় আঁখি।


তেঁয়াশিয়া মধ্যপাড়া মেঠো পথ ধরে
হেটে গেলে মন প্রাণ সুখে যায় ভরে।
এই গ্রাম এই মাঠ যত দেখি চেয়ে
মন জুড়ে তত প্রেম উঠে যেন বেয়ে।
অপরূপা রূপে গড়া এই গ্রাম খানি
চেয়ে যদি দেখো তবে দুঃখ হবে পানি।


রচনা কাল : ১৬/১১/২০১৮ ইং