অর্থ বিনে হাতে পায়ে খাটে বারো মাস
অভাবের সাথে তারা করে বসবাস।
দাম নেই পথে ঘাটে নেই কোন খানে
ভাল করে তারা সবে এই কথা জানে।
মুখ বুঝে সয়ে যায় শত জ্বালাতন
রাত ভর কেঁদে কেঁদে ভেঙে যায় মন।
দুঃখ ভরা আঁখি খানি করে টলমল
ব্যথা যারা নাহি বোঝে এসে করে ছল।


মধ্যবিত্ত সুখ দুঃখে হয় যেন গড়া
নিম্নবিত্ত পথে ঘাটে পড়ে থাকে মরা।
উচ্চবিত্ত সাধু সেজে করে নানা খেলা
সেই খেলা মাঝে ডোবে শত প্রাণ বেলা।
সুখী মন দুঃখ নাহি কল্পনাতে বোঝে
দুঃখী মন দিবানিশি সুখ তাই খোঁজে।


রচনা কাল : ২৫/১১/২০১৮ ইং