ভুলে গেলি চিরতরে মনে নাহি পড়ে
অশ্রু ঝরে মুক্ত হয়ে নিশিতের তরে।
বেদনার কথা গুলো চাপা পড়ে যায়
কারে বলি কেহ শোনে বোঝা বড় দায়।
যার লাগি উঠে ব্যথা সেতো নাহি জানে
ফুলে ফুলে থাকে কাঁটা সেতো নাহি মানে।
ভুল করে ভাবি নিতো যাবে পর হয়ে
আলোকিত হাসি গুলো স্মৃতি হয়ে ক্ষয়ে।


ভোর বেলা পাখি ডাকে সূর্য ওঠে পুবে
সেই পাশে নাই বলে বেলা যায় ডুবে।
অশ্রু মাঝে তরী ভাসে দুঃখ করে দান
সবটুকু নিয়ে ব্যথা হাসে বুঝি প্রাণ।
যত্ন করে এই বুকে নিছি সব জ্বালা
সয়ে গেছি বলে তাই বেদনার মালা।


রচনা কাল : ০৫/০৫/২০১৯ ইং