দূরে যাবে এই বলে করো না শয়ন
বেঁচে থাকা স্বপ্ন তবে হারাবে নয়ন।
কথা বলো মন খুলে আগেরই মত
চুপ করে থেকে কেন কষ্ট দাও শত।
ভুলে গিয়ে কার তরে প্রেম দিতে চাও
আমার মরণ কথা শুনতে কি পাও?
একা করে বহু দূরে গেলে পর করে;
সত্যি করে এ শাহিন যাবে যেন মরে।


অভিমান করে ভুল বেড়ে যায় জ্বালা
কাল সারা দিন রাত মুখ ছিল কালা।
এমন করে তোমায় জ্বালাবো না আর
ফিরে এসো অতিদ্রুত আমার এ ধার।
কষ্ট পেলে ক্ষমা করে দিও মন থেকে
যেও না এভাবে তুমি আর একেঁবেঁকে।


রচনা কাল : ১৭/০৯/২০১৮ ইং