টুনটুন করে টোনা ঘুরে চারপাশে
টুনটুনি বাঁশবনে নাচে আর হাসে।
নাচনা পাখির নাচা, দেখা ভারি মজা
ময়ূরের পাখা যেন তার পাছে গোজা।
সন্ধ্যা বেলা সব পাখি আসে বাঁশ বনে
কিচিরমিচির শব্দে, হয় এক সনে।
ধীরে ধীরে রাত নামে বাঁশবন ঘিরে
কোলাহল যায় থেমে আঁধারের ভিড়ে।


ভোর বেলা জাগে সবে শুরু হয় ডাকা
খাদ্যের খোঁজে সবাই ছোটে আঁকাবাঁকা।
সারাদেশ ঘুরে ঘুরে খায় খাদ্য কুড়ে
গান গায় নাচে আর সারাদিন জুড়ে।
ছোট ছোট পোকা আর বিষাক্ত খাবার;
খেয়ে তারা পরিবেশ করে পরিষ্কার।


রচনা কাল : ০১/০৫/২০১৮ ইং