পাখিটারে ভালবেসে রেখেছি খাঁচায়
দাপাদাপি করে শুধু আমায় জ্বালায়।
স্বপ্ন দেখে দূর দেশে সাজাবে বাসর
মহাসুখে মেতে রবে গল্পের আসর।
মায়া ভরা আঁখি তুলে চারদিকে দেখে
ভাবি মনে পাখি বুঝি ভালবাসা শেখে।
মিছামিছি স্বপ্ন আঁকি বসে তার পাশে
কথা বলে নাহি বুঝে সুখে প্রাণ হাসে।


ভেবে গেছি পাখিটার প্রেম গেছে বেড়ে
তাই তারে একদিন দিয়ে দিছি ছেড়ে।
দু'টি পাখা ঝাঁপটিয়ে গেল দূর বনে
ভুলে আর দেখা নাহি হল তার সনে।
কাঁদি আজ নিরালায় কেউ নাহি জানে
বিরহের গান গেয়ে সুখ লাগে প্রাণে।


রচনা কাল : ০৪/০৩/২০১৯ ইং