বৈশাখ এসো রাঙ্গাতে ধরায়
তোমার অপেক্ষায় আকুল হয়ে
পথভ্রষ্ট  মানুষ থাকে আশায়
অতীতের ব্যর্থতা যাবে ভুলে।


সকালে খাবে পান্তা ইলিশ
পরবে নতুন পোশাক পরিচ্ছেদ
এটাই বাঙ্গালীর নিয়ম বেশ
সমস্ত গ্লানি হবে উচ্ছেদ।


নতুন জীবন শুরু করবে
এই আশাতে সবাই তাই
কন্ঠে কন্ঠ মিলিয়ে গানে
তোমাকে  স্বাগত জানাবে সবাই।


বাংলা নববর্ষ বাঙ্গালী জাতির
উৎসবমুখর আনন্দ স্রোতধারায়
প্রকাশ ঘটে মানুষের অনুভূতির
শহর গ্রামের বৈশাখী মেলায়।