ভুলে যাদের জীবন হয়ে গেছে ছাই,
তাদের দুঃখের ভাগ নিতে আমি চাই।
ঘুম হারা প্রেমিকের  শূন্য কলিজায়,
ধন্য জীবন আমার  ঠাই যদি হয়।
ধুকে ধুকে যে হৃদয় কেঁদে কেঁদে মরে,
প্রেমিক পাগল কাঁদে  তাদের স্মরণে।
যুগে যুগে শত মন গেছে ভেঙ্গে চুরে,
খবর নেয়নি কেহ তাদেরও তরে।
ব্যর্থ প্রেমিকের কান্না, যে শুনতে পায়,
পাথর পরান কাঁদে চোখের পাতায়।
অমাবস্যার মত যে, অন্ধকারে ঢেকে,
শত মনের কবর, রয় কত দিকে।
তাদের স্মরণে আমি গেঁথে যাই কাঁথা,
ফুটিয়ে তুলতে চাই প্রেমিকের ব্যথা।